ইনকিলাব ডেস্ক : হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালকের পদে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন পাওয়ার পর তিনি জানালেন, এ চাকরি করবেন না জ্যাসন মিলার। ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ায় নিয়োজিত টিমে যোগাযোগ পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি। গতকাল রোববার এ তথ্য জানানো হয়েছে। গত শনিবার এক বিবৃতিতে মিলার জানিয়েছেন, পেশাজীবনের চেয়ে তার কাছে পরিবারের গুরুত্ব অনেক বেশি। জানুয়ারি মাসে তাদের দ্বিতীয় সন্তান আসতে পারে। অপরদিকে একই মাসের ২০ তারিখে শপথ নেবেন ট্রাম্প। এই মুহূর্তে তার জন্য হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালকের মতো গুরুত্বপূর্ণ ও নতুন চাকরিতে যোগ দেওয়া ঠিক নয়। কারণ, এসময় পরিবারের প্রতি তার মনোযোগী হতে হবে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে সিন স্পাইসারের নাম ঘোষণা করেন ট্রাম্প। একই দিন যোগাযোগ পরিচালক হিসেবে মিলার ও ডিরেক্টর অব স্ট্র্যাটেজিক কমিউনিকেশনসের পরিচালক পদে হোপ হিকসের নাম ঘোষণা করেন ট্রাম্প। রয়টার্স, সিএনএন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন