শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লোহাগড়ায় বালুবোঝাই ভলগেট ডুবে শ্রমিক নিহত

লোহাগড়া (নড়াইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২৩, ৬:৩৯ পিএম

নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে বালু বোঝাই ভলগেট ডুবে নাজমুল মৃধা (৩৪) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নাজমুল মৃধা নড়াইল জেলার কালিয়া উপজেলার নোয়াগ্রমের আকবর মৃধার ছেলে। মঙ্গলবার উপজেলার কামঠানা এলাকায় মধুমতি নদীতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে মঙ্গলবার ভোরে উপজেলার কামঠানা এলাকায় মধুমতি নদীতে নোঙ্গর করে রাখা একটি বালু বোঝাই ভলগেটের তলদেশ ফেটে পানি উঠতে থাকে। এসময় ভলগেটের ক্যাবিনে ঘুমিয়ে থাকা ৪ শ্রমিক বিষয়টি বুঝতে পেরে তিনজন দ্রুত ক্যাবিন থেকে বের হয়ে সাঁতার কেটে নদীর পাড়ে উঠে আসে। অপর শ্রমিক নাজমুল ক্যাবিন থেকে তার টাকা ও মোবাইল ফোন খোঁজ করে আনতে যেয়ে ক্যাবিন থেকে আর বের হতে না পেরে নিখোঁজ হয়।
খবর পেয়ে খুলনা থেকে ডুবুরিদল ও নড়াইল ফায়ার সার্ভিস যৌথ অভিযান চালিয়ে নিখোঁজ শ্রমিকের মৃত দেহ নদীতে ডুবে থাকা ভলগেটের ক্যাবিন থেকে বিকাল সাড়ে ৩ টার দিকে উদ্ধার করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মাহাবুব আলম ও খুলনা ডুবরি দলের লিডার হুমায়ন কবির জানান, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের ১৮ জন উদ্ধারকর্মী প্রায় সাত ঘন্টা চেষ্টা করে নিখোঁজ শ্রমিকের মৃতদেহ ভলগেটের ক্যাবিন থেকে উদ্ধার করে। পরে তার লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ডুবে যাওয়া ভলগেটটি উদ্ধারের কাজ চলছে। নিখোজ নাজমুলের উদ্ধার কাজ চলার সময় নদীর দু তীরে স্বজনসহ শত শত লোকজন ভিড় করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন