খুলনা ব্যুরো : খুলনার পাইকগাছা থেকে কয়রা যেতে শিববাড়ী ব্রিজের উত্তর পাশের এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দু’জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গত শনিবার দিবাগত গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কয়রার দক্ষিণ বেদকাশির ঘড়িলালের মো: মহব্বত আলীর ছেলে মো: মাহবুবুর রহমান সুমন খান (২৯) ও একই উপজেলার মহারাজপুর গ্রামের মো: শের আলী গাজীর ছেলে সাইফুল ইসলাম গাজী (৪০)। তাদের তল্লাশি করে কোমর থেকে অস্ত্র ও তিন রাউন্ড গুলি, পকেটে রক্ষিত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় পাইকগাছা থানায় মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন