শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

অভিনব কায়দায় বালিশের ভিতর হেরোইন পাচারকালে তিন জনকে আটক করেছে টাঙ্গাইল র‌্যাব

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২৩, ৪:০৬ পিএম

বালিশের ভিতরে অভিনব কায়দায় বিপুল পরিমাণ হেরোইন পাচারকালে তিন জনকে আটক করেছে টাঙ্গাইল র‌্যাব ১৪। ২৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম এক প্রেস বিফিং এর মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

এসময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জানুয়ারি গভীর রাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর সহযোগী এক শিশুকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চন্দ্রা মোড় এলাকা থেকে আটক করা হয়। এসময় ওই শিশুর কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তায় বালিশের ভিতর থেকে ৬৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬৬ লাখ টাকা। আটককৃতরা হলো- রাজশাহী জেলার গোদাগাড়ী থানার গড়ের মাঠ গ্রামের মো: মকবুল হোসেনের ছেলে মো: শাহজামাল ইসলাম ওরফে খোকন (৩৫), একই এলাকার মৃত আসাদ আলীর ছেলে মিজানুর রহমান (৩১)। আটককৃতরা জানায়, তারা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তারা রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক দ্রব্য হেরোইন সংগ্রহ করে অভিনব কায়দায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকসেবীদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিলো।

র‌্যাব অধিনায়ক আরো জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, মাদক বিক্রির সাথে এক শিশু জড়িত থাকায় তার নাম প্রকাশ করা হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন