জয়পুরহাটের পাঁচবিবিতে গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে আব্দুর রহিম (৩৮)নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২৯ জানুয়ারী) দুপুরে উপজেলার শালপাড়া বাজারে এ দূর্ঘটনা ঘটে। সে উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, শালপাড়া বাজারে শ্রমিক আব্দুর রহিম একটি গাছে (ইউক্যালেকটার) উঠে গাছ কাটার কাজ করছিল। হঠাৎ অসাবধানতা বসতঃ সে গাছ থেকে পড়ে গিয়ে মারাত্বক আহত হয়। এসময় স্থানীরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে সে মারা যায়। এবিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হকের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন