শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক চাপায় অটো রিকশা চালক নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২৩, ৭:১৮ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কয়লা বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক অটো রিকশা চালক নিহত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি ) বিকেল পৌনে পাঁচটার দিকে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত অটো রিকশা চালকের নাম জামাল হোসেন (৩৫)। সে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়ার ঘুন্টিঘর এলাকার নুরুল ইসলামের সন্তান। বঙ্গ সোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।
প্রত‍্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে ভূরুঙ্গামারী থেকে অটো রিকশা নিয়ে বাড়ি ফিরছিল জামাল হোসেন। ঘুন্টিঘর এলাকায় পৌছলে সোনাহাট স্থলবন্দর থেকে কয়লা বোঝাই ঢাকা মোট্রো ট- ২৪১৩১০ নম্বরের একটি ট্রাক অটো রিকশাটিকে চাপা দেয়। এসময় অটোরিকশাটি ট্রাকের চাকায় পিষ্ট অবস্থায় প্রায় ২০০ গজ দূর পর্যন্ত যায়। এতে অটোরিকশাটি দুমরে মুচড়ে যায় এবং চালক জামালের হাতসহ শরীরের একাংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
ভূরুঙ্গামারী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) আজহার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন