রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীর জাহাজঘাট মিজানের মোড় এলাকা থেকে গতকাল রোববার ভোর রাতে ৮শ’ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেট কার আটক করেছে পুলিশ। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে স্থানীয় মাদক ব্যবসায়ী আালো, আক্তার ও বাবুসহ আরো কয়েকজন একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো খ ১১-৩৫৫৬) নদীর ধারে নিয়ে সেখানে ফেন্সিডিল ভর্তি করা হচ্ছে। পুলিশের খবর পেয়ে কার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। অবশেষে কার ফেলে তারা পালিয়ে যায়। সেখান থেকেই পাওয়া যায় ৮শ’ বোতল ফেন্সিডিল। কার থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে মাদক আইনে মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন