বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জামিনে মুক্ত হলেন রাজবাড়ীর সেই বিএনপি নেত্রী স্মৃতি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৫৭ এএম

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও রাজবাড়ী শিশু পার্কে ফুচকা উৎসবের নামে ‘অশ্লীল নৃত্যের’ আয়োজন করার অভিযোগে করা পৃথক দুটি মামলায় জামিনে মুক্তি পেলেন জেলা মহিলা দলের সদস্য সোনিয়া আক্তার স্মৃতি (৩৬)। চার মাস কারাগারে থাকার পর গতকাল বৃহস্পতিবার মুক্তি পান তিনি। সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার মো. খোকনের স্ত্রী। তিনি রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

স্মৃতির আইনজীবী অ্যাডভোকেট নেকবর হোসেন মনি বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলা ও ফেসবুক গ্রুপ খাদক বাঙালির আয়োজনে রাজবাড়ী শিশু পার্কে অশ্লীল নৃত্য পরিবেশনের আয়োজন করার অভিযোগে করা মামলায় জামিনে মুক্তি লাভ করেছেন স্মৃতি। সন্ধ্যায় তিনি জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মনি বলেন, গত বছরের ৩১ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন পান স্মৃতি। পরে চেম্বার জজ আদালত এ জামিনের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন। গত ১৫ জানুয়ারি আপিল বিভাগে শুনানি হলে হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখেন আদালত। বহালের আদেশ আজ রাজবাড়ী চিফ জুডিশিয়াল আদালতে পৌঁছালে তাকে মুক্তির আদেশ দেন আদালত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন