শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

‘বিশ্বমন্দার পরিপ্রেক্ষিতে সতর্ক থাকতে আইএমএফ থেকে ঋণ নেয়া হয়েছে’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৩৮ পিএম

বিশ্বমন্দার পরিপ্রেক্ষিতে সতর্ক থাকতে আইএমএফ থেকে ঋণ নেয় হয়েছে। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে ঢাকা আর্ট সামিটের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আইএমএফ এর ঋণ সতর্কতার অংশ হিসেবে নেয়া হয়েছে। বিশ্বমন্দার পরিপ্রেক্ষিতে নিজেরা সতর্ক থাকতেই এই ঋণ। এই মুহূর্তে দেশের অর্থনীতি ভালো আছে, তাই আইএমএফের ঋণ দেশের জন্য কোনো বোঝা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
hassan ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫১ পিএম says : 0
কোরআন দিয়ে দেশ শাসন করা হলে বিদেশ থেকে এক পয়সাও ঋণ নিতে হতো না চোর বাটপার আমাদের দেশ শাসন করে তারা আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে দেশটাকে একদম ধংস করে দিয়েছে এত লোক এদের এদের মধ্যে কোন মানবতা নাই অমানুষ এরা মানুষের দুঃখ-কষ্ট এদের মনের মধ্যে কোন দাগ কাটে না
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন