ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩১৭তম শাখা ২৬ ডিসেম্বর সোমবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলায় উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের পরিচালক মো. জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুল মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, পরিচালক মো. সাইফুল ইসলাম, এফসিএ, এফসিএমএ, ড. জিল্লুর রহমান, প্রফেসর ড. মো. সিরাজুল করিম ও মো. মিজানুর রহমান শরিআহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমেদ এবং সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন কেনাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী মো. তারিকুল ইসলাম খান ও মো. আব্দুল হালিম। অনুষ্ঠানে ‘ইসলামী ব্যাংক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ও সাফল্য’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা দক্ষিণ জোনপ্রধান মো. ওবায়দুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এ এম হাবীবুর রহমান ও আবু রেজা মো. ইয়াহিয়া। বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক ম্যানেজিং ডাইরেক্টর মো. নুরুল ইসলাম খানসহ ব্যাংকের নির্বাহী, কর্র্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন