কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় বাকু (৫৫) নামে এক চাটাই ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া দারুস সুন্নাহ্ মাদ্রাসার সামনে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ পটাক গাড়ীর ধাক্কায় তিনি নিহত হন।
ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম জানান, বাকু নামে স্থানীয় এক চাটাই ব্যবসায়ী রাস্তা পার হওয়ার সময় স্যালো ইঞ্জিন চালিত পটাক গাড়ী তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন