শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সীতাকুণ্ডে স্বামীকে বেঁধে রেখে নারী শ্রমিককে ধর্ষণ করলো ইউপি সদস্য

সীতাকুণ্ড চট্টগ্রাম উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:২৭ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড সোনাইছড়ি ইউনিয়ন এলাকায় স্বামীকে বেঁধে রেখে এক নারী শ্রমিককে ধর্ষণ করেছে মোঃ রবিন নামক এক মাদকাসক্ত ইউপি সদস্য।

এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগেও গত ২৩ ডিসেম্বর ফজরের নামাজ চলাকালীন সময়ে মসজিদে প্রবেশ করে মুসল্লির উপর হামলার অভিযোগ উঠেছিলো ইউপি সদস্য রবিনের বিরুদ্ধে। শনিবার রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। এরপর ৯৯৯ নম্বরে ফোন করা হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষিতা নারী ও তার স্বামীকে উদ্ধার করেন। থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকা দিয়ে এক নারী শ্রমিক ও তার স্বামী দু-জনে মিলে স্থানীয় একটি কারখানায় চাকুরির উদ্দেশ্যে রওনা হউন। এসময় সেখানে উপস্থিত ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রবিন ও তার ৪-৫ জন সঙ্গীরা জোর করে ঐ নারী শ্রমিক ও তার স্বামীকে ধরে ইউপি সদস্যের একটি ঘরে নিয়ে যায়। পরে স্বামীকে মারধর করে টাকা, মোবাইল, অলংকার ছিনিয়ে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ঐ নারীকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ঐ নারীর অনুরোধে তাকে ফোন ফিরিয়ে দিলে নারীটি কৌশলে ৯৯৯ নম্বরে ফোন করে ধর্ষণের ঘটনা জানায়। এতে পুলিশ ঘটনাস্থলে গেলে ইউপি সদস্য ও দলবল পালিয়ে যায়। এতে পুলিশ নারীটি ও তার স্বামীকে উদ্ধার করে নিয়ে আসে। সীতাকুণ্ড থানার এস.আই মোঃ হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগি নারীকে উদ্ধার করেছি। এ সময় ধর্ষণের প্রাথমিক আলামত আমি পেয়েছি। পরে ধর্ষিতাকে চমেক হাসপাতালে ওসিসিতে পাঠিয়েছি। সোনাইছড়ির ইউপি চেয়ারম্যান মোঃ মুনীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইউপি সদস্য হয়ে তিনি এমন ঘটনা ঘটাতে পারেন না। বিষয়টি আমাকে খুবই হতাশ করেছে। আগেও সে নানান অপকর্ম করেছেন। এখন আবার ধর্ষণের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে । প্রশাসন অবশ্যই এর ব্যবস্থা নেবেন বলে আশা করছি। এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ জানান, ধর্ষণের পর ধর্ষিতা নারী শ্রমিক ৯৯৯ ফোন করলে খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করেছি। এ বিষয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। ধর্ষণকারী ইউপি সদস্যকে গ্রেফতার করা হবে। এদিকে এ অভিযোগের বিষয়ে জানতে ইউপি সদস্য রবিনের মোবাইল (০১৮৪৬০৫২৯৫০) নম্বরে ঘটনার দিন সাংবাদিকরা বারবার ফোন করলেও ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। তারিখ:-০৬-০১-২০২৩

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন