ভারতের আধা সামরিক বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে,(৮ফেব্রুয়ারী) বুধবার রাতে শ্যামকুড় গ্রামের একদল গরু ব্যবসায়ী ভারত ীমান্তের কাটা তারের বেড়া কেটে নদীয়া জেলার হাসখালি থানার পাখিউড়া সীমান্তের ভিতরে গিয়ে গরু পাচার করে আনার চেষ্টা করে। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই আরিফ নামক এক বাংলাদেশী গরু ব্যবসায়ী মারা যায়। নিহত আরিফ(২৮)মহেশপুর উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামের আফাজউদ্দিনের ছেলে।
শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল ইসলাম জানান,মঙ্গলবার দিবাগত রাতে আরিফ কয়েকজন গরু ব্যবসায়ীর সাথে ভারতের পাখিউড়া গ্রামের মাঠে গরু কিনতে গেলে সেখানে পাখিউড়া ক্যাম্পের বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়,এতে ঘটনাস্থলেই সে মারা গেছে।বুধবার বিকাল ৩টা পর্যন্ত তার লাশ পাখি উড়া গ্রামের মাঠে পড়ে ছিল।বিজিবি’র একটি সূত্রে জানা গেছে,বুধবার বিকাল ৫টায় পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেওয়া হবে ।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর খন্দকার শামিম উদ্দিন জানান,বিএসএফ এর গুলিতে গরু ব্যবসায়ী নিহত হওয়ার বিষয়টি তার জানা নাই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন