গত ৭ মাসে রেমিট্যান্স এসেছে ১২ হাজার ৪৫২ দশমিক ১২ মিলিয়ন ডলার।
বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে মহিলা আসনের সদস্য রুমানা আলীর লিখিত প্রশ্নের জাবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানান।
তিনি বলেন, চলতি অর্থবছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ১২ হাজার ৪৫২ দশমিক ১২ মিলিয়ন ডলার রেমিট্যান্স অর্জিত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, করোনার মধ্যেও ২০২০-২১ অর্থবছরে ২৪ দশমিক ৭৭ এবং ২০২১-২২ অর্থবছরে ২১ দশমিক শূন্য ৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল।
সরকারপ্রধান বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে রেমিট্যান্সের কোনো বিকল্প নেই। তাই রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য সরকার নানানমুখী পদক্ষেপ নিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন