ইনকিলাব ডেস্ক : বোমাতঙ্ক ছড়াল খোদ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের ভবনে। গত মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী শহর নিউ ইয়র্কের বহুতল ট্রাম্প টাওয়ারে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে এ বোমাতঙ্ক ছাড়ায়। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, স্ট্যাচু অব লিবার্টির শহরের ট্রাম্প টাওয়ারের মিডটাউন ম্যান্থন বিল্ডিং-এর জনবহুল স্থানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। উক্ত ব্যাগের কোনো দাবিদার না মেলায় তা থেকে ছড়ায় বোমাতঙ্ক। ভিড়ে ঠাসা ট্রাম্প টাওয়ারে বোমাতঙ্কের জেরে প্রাণ বাঁচাতে সকলেই এদিক সেদিকে পালাতে থাকে। যার জেরে প্রবল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঘটনার তদন্তে নামে স্থানীয় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড। যদিও ভয়ঙ্কর কিছু মেলেনি ওই পরিত্যক্ত ব্যাগে। সিএনএন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন