শনিবার ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ০১ রবিউল সানী ১৪৪৬ হিজরী

বিনোদন প্রতিদিন

পৃথিবীতে আমার কাছে সব সন্তানই পবিত্র: অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫৮ পিএম

‘জয়, তুমি বড় হও। তোমার সঙ্গে মায়ের আশীর্বাদ আছে। তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসবে।’ সন্তানের উদ্দেশে তিন লাইনের চিঠিতে এমনটাই লিখলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। আর চিঠিটি পড়ে শোনান ‘লাল শাড়ি’ অভিনেতা চিত্রনায়ক সাইমন সাদিক।

সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন অনুষ্ঠানের আয়োজনে উপস্থাপকের আহ্বানে কথাগুলো লেখেন নায়িকা। এদিন ভাই বলতে যে বীরকেই বুঝিয়েছেন সেটাও খোলাসা করেন অপু। বৃহস্পতিবার দুপুরে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর মন্তব্যের ঘরে ভক্ত-অনুসারীদের বেশ প্রতিক্রিয়া দেখা যায়।

অপুর কথায়, ‘পৃথিবীতে আমার কাছে সব সন্তানই পবিত্র। সব বাচ্চাই আমার স্নেহের। সন্তানের মানসিক বিকাশের জন্য পুঁথিগত বিদ্যার চেয়ে পারিবারিক শিক্ষা অতি জরুরি, দরকার। মানুষের সঙ্গে আচার–আচরণ কেমন হবে, আমি আমার বাচ্চাকে সেই শিক্ষা দিচ্ছি। তিন লাইনের বার্তায় সেটাই প্রকাশ করেছি আমি।’

অপু-শাকিব-বুবলী এই অভিনয় ত্রয়ীর কথা কারো আর অজানা নয়। অপুর সঙ্গে শাকিবের অফিসিয়াল বিচ্ছেদ হয়ে গেলেও বুবলীর সঙ্গে এখনও তেমনটা ঘটেনি। তবে অফিসিয়ালি শাকিব-বুবলীর বিচ্ছেদ না ঘটলেও তাদের সম্পর্ক যে আর টিকে নেই সেটি বহুবার পরিষ্কার করেছেন ঢালিউড কিং খান।

এদিকে বুবলীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটলেও পুনরায় শাকিব-অপুর সম্পর্ক জোড়া লাগার আভাস পাওয়া গেছে। সম্প্রতি কলকাতার আনন্দবাজার পত্রিকাকে দেওয়া অপু বিশ্বাসের সাক্ষাৎকারে তেমন কিছুরই ইঙ্গিত মিলেছে।

প্রসঙ্গত, ‘লাল শাড়ি’ ছবিতে প্রথমবারের জুটি বেঁধেছেন অপু বিশ্বাস ও সাইমন সাদিক। সরকারি অনুদানের ছবিটি অপু বিশ্বাসের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’ থেকে নির্মিত হচ্ছে। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন