শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘মায়ার জঞ্জাল’ নিয়ে নীরবতায় হতবাক জয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২০ এএম

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘মায়ার জঞ্জাল’ সিনেমা। ঢাকার অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী অভিনীত এই সিনেমা গত ২৪ ফেব্রুয়ারি দুই দেশে মুক্তি পেয়েছে। মুক্তির পর বেশ ভালো সাড়া ফেলেছে এটি। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ ১৯ বছর পর বড় পর্দায় রাজকীয়ভাবে ফিরেছেন অপি করিম। কিন্তু ‘মায়ার জঞ্জাল’ সিনেমা নিয়ে দেশের অনুরাগীরা নীরব থাকায় সমালোচনা করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এমন নীরবতা তাকে হতবাক করেছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জয়া আহসান তার ফেসবুকে লিখেন, “মায়ার জঞ্জাল’ সিনেমা মুক্তি পেয়েছে। বাংলাদেশের সিনেমা হলে চলছে এটি। আমাদের দেশে যারা ভালো সিনেমার জন্য তৃষ্ণার্ত, এমন একটি অপূর্ব সিনেমা নিয়ে তাদের নীরবতায় আমি খুবই আশ্চর্য হয়েছি, যৌথ প্রযোজনার এই সিনেমা তো আমাদেরও, নাকি? অপি করিম আর সোহেল মণ্ডল গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটির মূলে আছেন বাংলা ভাষার জাদুকর লেখক মানিক বন্দ্যোপাধ্যায়।’’

ভালো সিনেমা নিয়ে দেশের পরিচালক, শিল্পী, কলাকুশলীরা সরব হলে তবেই না ভালো সিনেমার আবহাওয়াটা গড়ে উঠবে, দর্শকদের তৃষ্ণা বাড়বে। এসব স্মরণ করে জয়া আহসান লিখেন, ‘আমাদের নাগরিক সমাজের একেবারে প্রান্তে জীবনযাপন করা কিছু মানুষের এমন মায়া ভরা সিনেমা আমি আর দেখিনি। জীবনের কঠিন কষাঘাতে তারা ম্রিয়মাণ, তিক্ত আর বাঁকা করে তুলেছে; কিন্তু সব ছাপিয়েও মমতা কীভাবে শেষ পর্যন্ত মানুষকে মানুষের সঙ্গে বেঁধে রাখে— সেই গল্পই দেখিয়েছেন পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী। ভালো বাংলা সিনেমার চৌহদ্দি বড় করতে চাইলে আমাদের মনটাও তো প্রসারিত করতে হবে। আমরা সবাই যেন ভালো সিনেমার সঙ্গে থাকি।’

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে ‘মায়ার জঞ্জাল’ সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের ভিউজ অ্যান্ড ভিশনস এবং কলকাতার ফ্লিপবুক। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন— ওয়াহিদা মল্লিক জলি, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ, পরাণ বন্দ্যোপাধ্যায়, শাঁওলি চট্টোপাধ্যায়, দীপক হালদার, জয়দীপ মুখার্জি, অমিত সাহা, কমলিকা ব্যানার্জি প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন