রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বাংলাদেশ যুব গেমসের মশাল ২০ ক্রীড়াবিদের হাতে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১৮ পিএম | আপডেট : ১০:১৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্বের মশাল বহন করবেন দেশের ২০ তারকা ক্রীড়াবিদ। আগামী বৃহস্পতিবার থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই চারদিনে তাদের হাতে শোভা পাবে গেমসের গুরুত্বপূর্ণ এই মশাল। বৃহস্পতিবার সকাল ৯ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি প্রাঙ্গণের মঞ্চ থেকে আনুষ্ঠিকভাবে মশাল প্রজ্জ্বলন করা হবে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ যুব গেমসের চুড়ান্ত পর্বের মশাল প্রজ্জ্বলন করবেন। এ সময় তার সঙ্গে থাকবেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এবং মশাল র‌্যালি আয়োজনের সমন্বয়ক এমবি সাইফ। সেখান থেকে হকি তারকা রাসেল মাহমুদ জিমি এবং বিশ^ শুটিং চ্যাম্পিয়নশিপে অষ্টম স্থান অর্জনকারী শুটার কামরুন নাহার কলি মশাল বহন করে নিয়ে আসবেন গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায়। এখানে অপেক্ষমান বাস্কেটবল তারকা শামসুজ্জামান খান সোয়েব ও নারী হ্যান্ডবলের অধিনায়ক রোজি খাতুন মশাল বহন করে আনবেন ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত। ভাঙ্গা থেকে বিকেএসপির আরচ্যারি কোচ নুর-ই আলম ও অলিম্পিয়ান নারী আরচ্যর দিয়া সিদ্দিকী পদ্মা ব্রিজের টোল পর্যন্ত মশাল বয়ে আনবেন। টোল থেকে মশাল হাতে নেবেন ভলিবল দলের সাবেক অধিনায়ক জাবির ও জাতীয় পুরস্কার পাওয়া অ্যাথলেট ফৌজিয়া হুদা জুই। ঢাকার পোস্তগোলা পর্যন্ত মশাল এনে তারা তুলে দেবেন সেখানে অপেক্ষমান টেবিলে টেনিসের মোস্তফা বিল্লাহ ও জাতীয় শুটার নাফিসা তাবাসসুমের হাতে। এ দুই ক্রীড়াবিদ পল্টনস্থ বিওএ ভবন পর্যন্ত মশাল এনে তুলে দেবেন কমনওয়েলথ গেমসে জোড়া রুপাাজয়ী শুটার আবদুল্লাহেল বাকী ও জাতীয় কাবাডি খেলোয়াড় রুপালী আক্তারের হাতে। নেপাল এসএ গেমসে সোনাজয়ী তায়কোয়ানদোকা দীপু চাকমা ও স্বর্ণজয়ী কারাতেকা হুমায়রা আক্তার মশাল নিয়ে যাবেন আবাহনী মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে। পরদিন জাতীয় জিমন্যাস্ট আবু সাইদ ও দাবাড়– তনিমা পারভীন মশাল নিয়ে যাবেন ঢাকা সেনানিবাসে। সেখানেই দু’দিন থাকবে যুব গেমসের মশাল। ২৬ ফেব্রুয়ারি ঢাকা সেনানিবাস থেকে মশাল নিয়ে বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের ভিভিআইপি গেটে যাবেন জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া সাইক্লিষ্ট ফারহানা সুলতানা শিলা ও সাবেক জাতীয় সাঁতারু সেলিম মিয়া। ওই দিনই গেমসের চুড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে মশাল জ¦ালাবেন এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী স্প্রিন্টার ইমরানুর রহমান ও নেপাল এসএ গেমসে স্বর্ণজয়ী কারাতেকা মারজান আক্তার প্রিয়া। বাংলাদেশ যুব গেমস প্রথম আয়োজন ছিল ২০১৮ সালে। প্রথম আসরে ২১ ডিসিপ্লিন থাকলেও এবার ২৬টি ডিসিপ্লিনে খেলা হচ্ছে। গেমসের দ্বিতীয় আসরের নামকরণ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের নামে। গত ২ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত হয়েছিল শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের উপজেলা পর্যায়ের খেলা। জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত। এবার পালা চুড়ান্ত পর্বের।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন