রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লক্ষ্মীপুরে দু’পক্ষের সংঘর্ষে কিশোর নিহত

লক্ষ্মীপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ২:০০ পিএম

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে মিয়ারহাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে রাসেল হোসেন নামের (১৪) এক কিশোর নিহত হয়েছে। এসময় অন্তত ১০ জন আহত হয়। নিহত রাসেল চরকাছিয়া গ্রামের মনির হোসেন ভূট্টুর ছেলে।

স্থানীয়রা জানান, দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিএম শাহজালাল রাহুল ও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলামের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।

মেঘনা নদীতে জেগে ওঠা চরের জমি নিয়ে দীর্ঘদিন থেকেই ওই দুই আওয়ামী লীগ নেতার মধ্যে বিরোধ চলে আসছিল। সে বিরোধেই বুধবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেখানেই ছুরিকাঘাতে মারা যায় ইউপি সদস্য নজরুল ইসলামের ভাতিজা রাসেল।

নিহত রাসেলের ফুফু রুনিয়া বেগম বলেন, ‘রাহুলরা আমাদের জমি দখল করে রেখেছে। মার্চ-এপ্রিল নদীতে নিষেধাজ্ঞা রয়েছে। সে সময় মৎস্য বিভাগ সেখানে ক্যাম্প করতে চেয়েছিল। রাহুল এ ক্যাম্পের বিপক্ষে ছিল। আমার ভাই মনির পক্ষে থাকায় রাহুলের লোকজন অতর্কিত হামলা চালিয়ে রাসেলকে খুন করেছে। আমি এ হত্যার বিচার চাই।’

এ ঘটনায় আওয়ামী লীগ নেতা শাহজালাল রাহুল ও ইউপি সদস্য নজরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করলে তারা রিসিভ করেননি। তবে তাদের সমর্থকরা একে-অপরকে দোষারোপ করে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমানকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন