শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চটপটি ব্যবসার আড়ালে ইয়াবার কারবার, অবশেষে ডিএনসির জালে ইয়াবাসহ আটক-২

টেকনাফ(কক্সবাজার) সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ২:০৩ পিএম

কক্সবাজারের টেকনাফে চটপটি ব্যবসার আড়ালে চলছিল ইয়াবার কারবার। তবে শেষ রক্ষা হলো না চটপটির দোকানদার জহির আহমেদ (৩৭)।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে টেকনাফ মেরিন ড্রাইভের শিশু পার্ক সংলগ্ন মহেশখালীয়া পাড়া এলাকা থেকে তাদেরকে ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের সদস্যরা। এসময় জহিরের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসঙ্গে তার সহযোগী মোহাম্মদ করিম উল্লাহ(২৫) কে আটক করা হয়। জহির টেকনাফ সদরের খোনকার পাড়া এলাকার আব্দুস শুক্কুরের ছেলে ও সহযোগী একই এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে করিম উল্লাহ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জহির আহমেদ ও তার সহযোগী কলিম উল্লাহকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। চটপটির দোকানদার জহির টেকনাফের একটি শীর্ষ ইয়াবা সিন্ডিকেটের মূল হোতা। তাকে আটক করায় তার সিন্ডিকেট সদস্যদের শনাক্ত করা সম্ভব হবে।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক দুই মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি মামলা দায়ের করে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন