শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লালমোহনে কেকড়া ট্রলির চাপায় আলিফ শিশু নিহত।

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:০৪ পিএম

ভোলার লালমোহনে নিষিদ্ধ কেকড়া ট্রলির চাপায় মো. আলিফ (৯) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় উপজেলার চরভূতা ইউনিয়নের জনতা বাজারের উত্তর পাশে পুলের কাছে এ ঘটনা ঘটে। মো. আলিফ ওই এলাকার পন্ডিত বাড়ীর প্রবাসী মো. সবুজের ছেলে। চরভূতা ইউপি ৯নং ওয়ার্ডের মেম্বার মো. আলমগীর জানান, বালু, সিমেন্ট ও টাইলস রোঝাই কেকড়া ট্রলিটি পুলের উপরে উঠতে গিয়ে উঠতে না পেরে পিছনের দিকে চলে এসে পিছনে থাকা আলিফকে চাপা দেয়। চাপা দেয়ার সাথে সাথেই স্থানীয়রা আলিফকে লালমোহন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে লালমোহন হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন