সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সৌদি আরবে প্রথমবারের মতো কুচকাওয়াজে নারীরা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪৬ এএম

এবারই প্রথম সামরিক কুচকাওয়াজে অংশ নিয়েছেন সৌদি সেনাবাহিনীর নারী সদস্যরা। এ কর্মসূচিতে নারী-পুরুষ মিলে দু’হাজারের অধিক সেনা সদস্য অংশগ্রহণ করেছেন।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ১৬টি নিরাপত্তা বিভাগের সদস্যরা কুচকাওয়াজে অংশ নিয়েছেন। এ সময় অর্কেস্ট্রা নামের একটি বিশেষ অস্ত্রের প্রদর্শনী করা হয়।

উল্লেখ্য, কুচকাওয়াজে সেনাবাহিনীর সদস্যরা সামরিক শৃঙ্খলা ও সমন্বয়ের ক্ষেত্রে ব্যক্তিগত দক্ষতা প্রদর্শন করে। একইসাথে রাষ্ট্রের নিরাপত্তার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে একটি সামরিক সঙ্গীত পরিবেশন করে।সূত্র : এক্সপ্রেস নিউজ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
hassan ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:২৬ পিএম says : 1
নাউজুবিল্লাহ>>>><<<<মুসলিমদের ধ্বংসের কারণ হচ্ছে আমরা মুসলিম বলে দাবি করে অথচ কুরআন এবং সুন্নাহর কে ঘৃণা করি> আর এজন্যই আমরা আজ সারা বিশ্বের কাছে নির্যাতিত ঘৃণিত >>আজকে মুসলিম নারীরা যা ইচ্ছে তাই করছে কারণ সরকার তাদেরকে সব ধরনের সাহায্য সহযোগিতা করছে>>> পুরুষ মানুষ কি আর নাই মুসলিম বিশ্বে??????
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন