এবারই প্রথম সামরিক কুচকাওয়াজে অংশ নিয়েছেন সৌদি সেনাবাহিনীর নারী সদস্যরা। এ কর্মসূচিতে নারী-পুরুষ মিলে দু’হাজারের অধিক সেনা সদস্য অংশগ্রহণ করেছেন।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ১৬টি নিরাপত্তা বিভাগের সদস্যরা কুচকাওয়াজে অংশ নিয়েছেন। এ সময় অর্কেস্ট্রা নামের একটি বিশেষ অস্ত্রের প্রদর্শনী করা হয়।
উল্লেখ্য, কুচকাওয়াজে সেনাবাহিনীর সদস্যরা সামরিক শৃঙ্খলা ও সমন্বয়ের ক্ষেত্রে ব্যক্তিগত দক্ষতা প্রদর্শন করে। একইসাথে রাষ্ট্রের নিরাপত্তার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে একটি সামরিক সঙ্গীত পরিবেশন করে।সূত্র : এক্সপ্রেস নিউজ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন