শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ, ঢাকা থেকে গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫৫ পিএম

নোয়াখালীর সেনবাগে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ মামলায় ইমন (২০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

ইমন সেনবাগ উপজেলার পশ্চিম কাজিরখিল গ্রামের রাধার বাড়ির মৃত সামছুল হকের ছেলে। রোববার সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ জানায়, গত ৫ জানুয়ারি প্রবাসীর স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ করে চার দুবৃর্ত্ত। এ ঘটনায় ভূক্তভোগী সেনবাগ থানায় চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর আসামিরা এলাকা থেকে পালিয়ে যায়। শনিবার তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা নিউমার্কেট থানাধীন চাঁদনী মার্কেট এলাকা থেকে মামলার অন্যতম আসামি ইমনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন