স্টাফ রিপোর্টার : রাজধানীর শেরেবাংলা নগরে গতকাল শুক্রবার বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে রফিকুল ইসলাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই ঘটনায় সিএনজি চালকসহ দুইজন আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও মেডিক্যাল সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে চন্দ্রিমা উদ্যানের সামনে একটি বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজন আহত হয়। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। নিহত রফিকুলের মেয়ের জামাই মফিজুল ইসলাম (৪০) ও অটোরিকশা চালক আবুল কামাল (৫৫) আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন