অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচের মা ওয়ান্ডা ভেনটাম নিজেও একজন অভিনয়শিল্পী। তাই ছেলেকে নিয়ে তার মূল্যায়ন হতে পারে সবচেয়ে সঠিক। কাম্বারব্যাচ জানিয়েছেন তার মায়ের ধারণা তিনি ক্রমে বিবিসির ড্রামা সিরিজ ‘শার্লক হোমস’-এর কেন্দ্রীয় চরিত্রে রূপান্তরিত হচ্ছেন।
কাম্বারব্যাচ সিরিজটিতে খেয়ালী গোয়েন্দা শার্লক হোমসের ভূমিকায় অভিনয় করছেন। অভিনেতাটি জানিয়েছেন কল্প-গোয়েন্দার আচমকা কিছু করা আর অসহিষ্ণু আচরণ তার চরিত্রের অংশে পরিণত হচ্ছে।
রেডিও টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে ৪০ বছর বয়সী অভিনেতাটি বলেন, তার মা তাকে জানিয়েছেন সিরিজের শুটিংয়ের সময় তিনি তার মায়ের সঙ্গে খুব বেশি তাড়াহুড়া করার মত আচরণ করে থাকেন।
কাম্বারব্যাচ বলেন : “আমি এই চরিত্রটি দ্বারা খুব বেশি প্রভাবিত হয়ে পড়ি। চরিত্রটির এক ধরনের অসহিষ্ণু আচরণ আছে। আমার মা বলন শুটিং চলাকালে আমি তার সঙ্গে সব বিষয়ে খুব বেশি তাড়াহুড়া করি।”
লন্ডনে জন্মগ্রহণকারী অভিনেতাটি জানান এমন একটি জটিল ভূমিকায় অভিনয় করা এক অসাধারণ অভিজ্ঞতা, ২০১০ সালে প্রচার শুরু হবার পর শার্লক এখন এক ধরনের নিরানন্দ আর একই সময় মজার পর্যায় অতিবাহিত করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন