শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বছরের শুরুতেই মম’র বাজিমাত!

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নতুন বছরের বিশেষ চমক হিসেবে সিএমভির ব্যনার থেকে প্রকাশ পেয়েছে ভিন্নস্বাদের একটি মিউজিক ভিডিও। ইউটিউবসহ বিভিন্ন ডিজিট্যাল প্ল্যাটফর্মে প্রকাশিত এই গানের নাম ‘বাকির ফসল’। জুয়েল মোর্শেদের সুর-সংগীতে তৈরি এই গানটি দিয়ে চমক দিলেন কণ্ঠশিল্পী মাহফুজা মম। তার গানটি ইউটিউবে প্রকাশের দুই দিনের মাথায় প্রায় ২ লাখবার দেখা হয়েছে। যা কোনও নতুন শিল্পীর ক্ষেত্রে রেকর্ড বলেই মনে করছেন গানটির সুরকার জুয়েল মোর্শেদ। তিনি বলেন, ‘বছরের শুরুতে একটি ভিডিও প্রকাশ করে মাত্র দুই দিনের মাথায় এমন সাড়া পাবো- কল্পনাও করিনি আমরা। এটা শ্রোতা-দর্শকদের পক্ষ থেকে নতুন বছরের সারপ্রাইজ গিফটের মতো মনে হচ্ছে। ধন্যবাদ মম এবং সিএমভি’কে, দু’পক্ষই আমার ওপর বিশ্বাস রেখেছেন বলে। আশা করি বছরের সেরা হিট গানের একটি হবে এটি।’ শাহান কবন্ধের কথায় এই গানটিতে মম ছাড়াও র‌্যাপ অংশে অসাধারণ কণ্ঠ দিয়েছেন রাফসান। গল্পনির্ভর গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রনজিৎ রায়। এতে মডেল হিসেবে দারুণ পারফর্ম করেছেন মম নিজেই। সঙ্গে আছেন র‌্যাপার রাফসান ও আরও তিনটি মজার চরিত্রে অভিনয় করেছেন শাহান গাজী, মানব এবং মিজান। গানটি প্রসঙ্গে মম বলেন, ‘এই যে সাফল্য জুয়েল মোর্শেদ ভাইয়ার। বছরের শুরুটা এমন অসাধারণ হবে, সেটি আসলেই ভাবিনি। গানটি শ্রোতা-দর্শকরা পছন্দ করছেন বলেই আমাদের শ্রম স্বার্থক হলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন