শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জন্মদিনে গানের জগতের চার দশকের অনুষ্ঠান

| প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আজ জনপ্রিয় সঙ্গীতশিল্পী তপন চৌধুরীর জন্মদিন। তবে এবারের জন্মদিনটি জীবনের অন্যান্য বছরের জন্মদিনের চেয়ে একেবারেই আলাদা। এ বছর গানে তার চল্লিশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন যেমন করা হয়েছে, তেমনি একটি স্যাটেলাইট চ্যানেলে জন্মদিনে তিনি গানও পরিবেশন করবেন। ১৯৭৩ সাল থেকে তপন চৌধুরী গানের সাথে সম্পৃক্ত। সেই হিসেবে গানে তিনি চার দশকেরও বেশি সময় পার করেছেন। এ উপলক্ষে আজ সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে তপন চৌধুরী তার সঙ্গীত জীবনের শুরুতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সাতজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা তুলে দেন। সাতজন হচ্ছেন তপন চৌধুরীকে সোলস ব্যান্ডে নিয়ে আসা সুব্রত বড়–য়া, মন শুধু মন ছুঁয়েছে গানের গীতিকার নকীব খান ও সুরকার পিলু খান, প্রথম অ্যালবামের সুরকার আইয়ুব বাচ্চু, প্রথম চলচ্চিত্রের পরিচালক আমজাদ হোসেন, প্রথম চলচ্চিত্রের গানের সুরকার আলাউদ্দিন আলী এবং প্রথম চলচ্চিত্রের গানের গীতিকার তাজুল ইসলাম। তপন চৌধুরী বলেন, ‘আজ আমার জন্মদিন, জন্মদিনে বেশ আয়োজনের মধ্যদিয়ে আমার সঙ্গীত জীবনের শুরুর দিকে সম্পৃক্ত সাতজনকে সম্মাননা দিতে পারছি, এটা আমার জন্য পরম আনন্দের, ভালোলাগার। তবে আজকের এই বিশেষ দিনে আমার বাবা-মাকে খুব মিস করছি। আজ তারা বেঁচে থাকলে হয়তো তারাও সন্তানের বিশেষ এই অনুষ্ঠানে বিশেষভাবেই সম্মানিত হতেন। আমার স্ত্রী, আমার সন্তান সর্বোপরি আমার পরিবার আমাকে ঘিরে বিশেষ এই অনুষ্ঠানের জন্য গর্বিত, সম্মানিত।’ এদিকে আজ একযুগ পর শ্রোতা-দর্শকের হাতে তুলে দেয়া হবে তপন চৌধুরীর নতুন অ্যালবাম ‘ফিরে এলাম’। এতে পুরনো দুটি গান ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’ এবং ‘যেতে যেতে পথে’ গান দুটিসহ নতুন আরো সাতটি গান থাকছে। জন্মদিনে তপন চৌধুরীকে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন