শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

বেড়েছে স্বর্ণের দাম

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : আন্তর্জাতিক বাজারে আবার মূল্যবান ধাতু স্বর্ণের দাম বেড়েছে। ধাতুটির দাম বাড়াতে ভূমিকা রেখেছে ডলারের অবনমন। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১ হাজার ১৮০ ডলার ১০ সেন্টে, যা আগের দিনের চেয়ে দশমিক শূন্য ২ শতাংশ বেশি। গত বুধবার নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের (নিমেক্স) কোমেক্স ডিভিশনে ফেব্রæয়ারিতে সরবরাহ চুক্তিতে স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ বেড়েছিল। সেদিন এখানে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছিল ১ হাজার ১৬৫ ডলার ১০ সেন্টে। মঙ্গলবার কোমেক্সে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছিল ১ হাজার ১৬২ ডলারে। সেদিন তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চে উঠেছিল ধাতুটির দাম। অর্থাৎ টানা তিনদিন ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে রয়েছে মূল্যবান ধাতু স্বর্ণের বাজার। ২০১৬ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নির্বাচন ও ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ানোর সিদ্ধান্তে ধাতুটির দাম কমতে শুরু করে। তবে ধাতুটির দামে ৮ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে গত বছর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন