শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রাণ ম্যাক্স কোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অনন্ত

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: দেশের শীর্ষ বিপণন প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রæপের কোমল পানীয় ম্যাক্স কোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ঢাকার চলচ্চিত্রের আয়রনম্যান খ্যাত জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। গতকাল তার সাথে প্রতিষ্ঠানটির এক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, অনন্ত এক বছরের জন্য ম্যাক্স কোলার বিজ্ঞাপন চিত্রসহ এর ব্যাপক প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করবেন। তিনি বলেন, আমি বরাবরই মানসম্মত ও ভোক্তাদের জন্য কল্যাণকর পণ্যকে প্রাধান্য দিয়ে থাকি। প্রাণ-আরএফল প্রতিষ্ঠান আমাদের দেশে স্বনামধন্য প্রতিষ্ঠান। শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও প্রতিষ্ঠানটির পণ্য রপ্তানি হয় এবং সুনাম রয়েছে। এ প্রতিষ্ঠানের পণ্য অবশ্যই গুণগত মানসম্পন্ন। এ কারণেই প্রতিষ্ঠানটির পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি। তিনি বলেন, এর কার্যক্রম চালাতে গিয়ে দর্শক আমাকে ভিন্নরূপে দেখতে পাবেন। আশা করি, তারা এক অন্য অনন্তকে আবিষ্কার করতে পারবেন। তাদের ভালবাসায়ই আমি আজকে অনন্ত হতে পেরেছি। উল্লেখ্য, ম্যাক্স কোলার মাধ্যমে তিনি চতুর্থবারের মতো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন। এর আগে তিনি গ্রামীণফোন ও যমুনা গ্রæপের মোটরবাইক, জেলটা মোবাইল এবং আপ অ্যান্ড টপ ফেব্রিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন