শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিরোধিতাকারীরা বোকা : ট্রাম্প

বিশ্ব সংকট নিরসনে ক্রেমলিনের সঙ্গে কাজ করার অঙ্গীকার

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের যারা বিরোধিতা করে, তারা নির্বোধ ও বোকা। বিশ্বে চেপে বসা সমস্যাগুলোর সমাধানে রাশিয়ার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্কের বিরোধীদের সমালোচনা করে গত শনিবার তিনি একাধিক টুইট করেন। টুইটে তিনি এসব ব্যক্তির তিনি নির্বোধ লোক অথবা বোকা আখ্যায়িত করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জয়ী করতে সহায়তার চেষ্টা করেছিলেন বলে একটি গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসার পর এসব মন্তব্য করলেন তিনি। প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের প্রচার শিবিরে সাইবার হামলার জন্য ডেমোক্রেটদেরই দোষারোপ করেছেন ট্রাম্প। সার্ভারে হ্যাকারদের প্রবেশের সুযোগ দেওয়ার জন্য তাদের চরম গাফিলতি দায়ী বলে মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক থাকা কোনো খারাপ কিছু নয় এবং শুধু নির্বোধ ব্যক্তি বা বোকারাই মনে করবে যে, এটা খারাপ! তিনি দায়িত্ব নেওয়ার পর রাশিয়া যুক্তরাষ্ট্রকে আরও সমীহ করবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। নির্বাচনী প্রচারের সময়ও অনেকবারই রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহের কথা বলেছিলেন নিউইয়র্কের এই আবাসন ব্যবসায়ী। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা নির্বাচনী প্রচারে রাশিয়ার হ্যাকিংয়ের যে দাবি করে আসছেন তা নিয়েও বারবার প্রশ্ন তুলেছেন তিনি। অপর এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা তথ্য-প্রমাণ দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হ্যাকিংয়ের বিষয়টি জানালেও তা মানতে নারাজ নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়াকে পাশে রেখে বিশ্বের গুরুত্বপূর্ণ সমস্যা ও সংকট সমাধান করতে চান ট্রাম্প। তিনি বিশ্বাস করেন, প্রেসিডেন্ট হিসেবে তিনি ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের প্রতি আরো বেশি সম্মান দেখাবে রাশিয়া। যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দারা ট্রাম্পকে জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের নির্দেশে মার্কিন নির্বাচনে হ্যাক করা হয়েছে। এ বিষয়ে ট্রাম্প কিছু না বললেও তিনি জানিয়েছেন, সাইবার নিরাপত্তা বাড়াতে কঠোর পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার গোয়েন্দাদের কাছে হ্যাকিং নিয়ে শোনার পর শনিবার একের পর এক টুইট করে রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক স্থাপনের কথা বলেছেন ট্রাম্প। এ বিষয়ে ধারাবাহিক তিনটি টুইটে ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক থাকা ভালো, মন্দ নয়। শুধু নির্বোধ বা বোকা লোকরাই মনে করে, এটি খারাপ। বিশ্বে অনেক সমস্যা আছে। আমি প্রেসিডেন্ট হলে রাশিয়া বর্তমানের চেয়ে যুক্তরাষ্ট্রকে আরো বেশি সমীহের চোখে দেখবে। উভয় দেশ বিশ্বের অনেক সমস্যার মধ্যে কিছু সমস্যা ও ইস্যুর সমাধানে যৌথভাবে কাজ করবে। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির ওয়েবসাইট ও হিলারির নির্বাচনী ক্যাম্পেইনে সাইবার হামলা চালানো হয়। পরে সিআইএ ও এফবিআই যৌথভাবে জানায়, রাশিয়া থেকে এ হামলা হয়েছে। এর নেপথ্যে রুশ প্রেসিডেন্ট পুতিন আছেন বলে দাবি ওঠে। শুক্রবার গোয়েন্দারা আরো পরিষ্কার করে জানান, হ্যাকিংয়ের নির্দেশ পুতিনই দেন। কিন্তু ট্রাম্প আছেন নিজস্ব গতিতে, পুতিনের শক্তিশালী নেতৃত্বের প্রতি তার অঘাত বিশ্বাস।  এদিকে হ্যাকিংয়ের অভিযোগে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্র থেকে ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করে হোয়াইট হাউস। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন