বিনোদন ডেস্ক: বেশ কয়েক বছর দেশের বাইরে পড়াশুনা নিয়ে ব্যস্ত ছিলেন সোনিয়া হোসেন। ২০১৪ সালে দেশে ফিরে মিডিয়ায় আবারো ব্যস্ত হয়ে। গত তিন বছর তিনি সমানতালে কাজ করে গেছেন। টিভি নাটকে যেমন অভিনয় করেছেন, তেমনি চলচ্চিতেও অভিনয় করেছেন। আবার উপস্থাপনাতেও জড়িয়ে ছিলেন। নতুন বছরে সোনিয়া হোসেন অভিনয়েল চেয়ে উপস্থাপনায় বেশি গুরুত্ব দিবেন বলে জানালেন। তিনি বলেন, ‘চলতি বছরে আমি অভিনয়ের চেয়ে উপস্থাপনায় গুরুত্ব দিবো বেশি। কারণ আমি উপস্থাপনাই অনেক বেশি ভালো করতে পারি। তবে ভালো অনুষ্ঠান উপস্থাপনা করতে চাই। যেহেতু আমি ইংরেজি মাধ্যমে পড়াশুনা করেছি তাই ইংরেজিতে উপস্থাপনা করতেই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে টিভিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমাকে বাংলাতেই উপস্থাপনা করতে হয়।’ সোনিয়া ২০১৪ সালে যমুনা টিভির শোবিজ টু-নাইট অনুষ্ঠানে উপস্থাপনার মধ্যদিয়ে উপস্থাপনা জগতে যাত্রা শুরু করেন। এরপর দেশ টিভির ‘সুরঞ্জনা’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন টানা দু’বছর ধরে।’ নাটক প্রসঙ্গে বলেন,‘অনেক কাজ করতে চাই না, ভালো নাটকে কাজ করতে চাই। এখন আবু হায়াত মাহমুদের বৃষ্টিদের বাড়ি ধারাবাহিকে অভিনয় করছি। এটি বাংলাভিশনে প্রচার হচ্ছে। একটি কাজ ভালো হলেই আমি তৃপ্ত।’ আলভী আহমেদের নির্দেশনায় ‘ইউটার্ন’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সোনিয়া। এরপর আর চলচ্চিত্রে কাজ করা হয়ে উঠেনি তার। উল্লেখ্য, ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত র্যাম্প মডেল হয়ে কাজ করেছিলেন সোনিয়া হোসেন। ২০০৫ সালে টিভি নাটকে তার যাত্রা শুরু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন