শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি কর্তৃক পরিবহন শ্রমিকদের সাথে সংঘর্ষে এবং ব্যাবসায়ী ও নিরীহ জনসাধারণের উপর বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটি তদন্ত শুরু করেছে। রোববার সকাল থেকে বিজিবি ও জেলা প্রশাসক কর্তৃক পৃথক গঠিত কমিটি ক্ষয়ক্ষতি নিরুপণে সরেজমিন ঘটনাস্থ পর্যবেক্ষণ করে তাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। এদিকে শনিবার সকাল ৬টা থেকে ডাকা মৌলভীবাজার জেলায় অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা। শনিবার রাতে পরিবহন শ্রমিকনেতা ও মালিকদের সাথে প্রশাসনের সুষ্ঠু সমাধানের লক্ষ্যে রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়। ধর্মঘট প্রত্যাহার করে নেয়ায় পর্যটন নগরী শ্রীমঙ্গলে আগত পর্যটকসহ জেলার নিরীহজনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
রোববার সকাল থেকে শ্রীমঙ্গলে বিজিবি কর্তৃক হামলার ঘটনায় ভাঙচুরকৃত গাড়ি, দোকান পাট ও আহতের ঘটনায় সরেজমিন তদন্ত শুরু করেছে পৃথক কমিটি। বিজিবি কর্তৃক গঠিত কমিটির সদস্য সিলেট বিজিবি ব্যাটালিয়নের লে: কর্নেল শাহ আলম সকালে ভানুগাছ রোডস্থ মাইক্রোস্ট্র্যান্ডসহ ঘটনাস্থল পরিদশন করে গেছেন। এ ছাড়া জেলা প্রশাসকের পক্ষ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারুক আহমদের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি সরেজমিন তদন্ত কাজ শুরু করেন। তাদেও সাথে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: আনোয়ারুল হক, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শহীদুল হক ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। তারা জানান, তদন্তের শুরুতে তারা পরিবহনের ক্ষয়ক্ষতি নিরিুপণে কাজ শুরু করেছেন এবং পর্যায়ক্রমে ঘটনার সার্বিক অবস্থা ও ক্ষয়ক্ষতি তালিকা করবেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত ট্রাক, বাস, মাইক্রো, নোহা, হাইইস ও সিএনজিসহ ১২১টি গাড়ির তালিকা তৈরি করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন