রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

উৎসবমুখর পরিবেশে প্রকাশিত হলো ১৩ বছর পর তপন চৌধুরীর একক অ্যালবাম

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ১৩ বছর পর প্রকাশিত হলো জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরীর একক অ্যালবাম ফিরে এলাম। এটি তার ২৩ তম একক অ্যালবাম। গত শনিবার ছিল তার জন্মদিন এবং সংগীতে ৪০ বছর পূর্তি। এদিন তিনি নতুন অ্যালবাম প্রকাশনা ঘিরে বসেছিল তারার মেলা। সৈয়দ আবদুল হাদী, আলাউদ্দিন আলী, শেখ সাদী খান, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, রুনা লায়লা, আলমগীর, ফেরদৌস ওয়াহিদ, আবিদা সুলতানা, রফিকুল আলম, নকীব খান, কুমার বিশ্বজিৎ, আইয়ূব বাচ্চু, মাকসুদ, শমী কায়সার, ফোয়াদ নাসের বাবু, আলম আরা মিনু, সাদিয়া ইসলাম মৌ, সুমনা হক, এসডি রুবেল, শফিক তুহিন, শওকত আলী ইমন, কবির বকুল, মেহরীন, আনজাম মাসুদ, দেবাশীষ বিশ্বাস- এমন অনেক তারকা এসেছিলেন তপন চৌধুরীকে শুভেচ্ছা জানাতে। বাংলাঢোল আয়োজিত অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়েছে জানিয়ে তপন বলেন, বাংলাঢোলের এনামুল হকের চেষ্টায় এমন একটি অনুষ্ঠান সম্ভব হয়েছে। আমার অনেক ভালো লাগার মানুষদের সঙ্গে আবার দেখা করার, তাদেরকে সম্মানিত করার সুযোগ পেয়েছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠান বাংলাঢোলের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক। তপন চৌধুরীর সঙ্গীতে বেড়ে উঠার জন্য যাদের অবদান রয়েছে তেমন কয়েকজন মানুষকে সম্মাননা জানানো হয়। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সুব্রত বড়ুয়া রনি, নকীব খান,আইয়ুব বাচ্চু, আমজাদ হোসেন, আলাউদ্দিন আলী, তাজুল ইসলাম (প্রবাসী)। অনুষ্ঠানের শুরুতে তপন চৌধুরীর জনপ্রিয় গান গেয়ে শোনান শিল্পী আলম আরা মিনু, সাব্বির জামান, কিশোর, বাদশা বুলবুল, অনিমা মুক্তি গোমেজ প্রমুখ। অনুষ্ঠানে তপন চৌধুরীর সঙ্গীত জীবনের চার দশক নিয়েএকটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। উপস্থাপনা করেন কথাসাহিত্যিক আনিসুল হক ও শিল্পী দিনাত জাহান মুন্নী। সবশেষে ছিল তপন চৌধুরীর একক সংগীত পরিবেশনা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন