স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন এলাকায় কর্মরত ১২ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাগণকে আগামী ১৭ জানুয়ারির মধ্যে তাঁদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে কর্মস্থলে যোগদান করতে করতে বলা হয়। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম ইনকিলাবকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিবন্ধন পরিদপ্তরের সুপারিশক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে জানা যায়।
আদেশপ্রাপ্ত কর্মকর্তাগণের মধ্যে শংকর চন্দ্র বর্মনকে দিনাজপুরের ফুলবাড়ী থেকে নওগাঁর প্রসাদপুর; মৃতুঞ্জয়ী শিকারীকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ঝিনাইদহ সদরে। মিজানুর রহমান তালুকদারকে পটুয়াখালীর গলাচিপা থেকে পিরোজপুরের মঠবাড়িয়া; শাহীন আলমকে মাদারীপুরের কালকিনি থেকে হবিগঞ্জের চারাভাংগা; মো. নজরুল ইসলাম সরকারকে কক্সবাজারের উখিয়া থেকে টাঙ্গাইল সদর; মো. মাহবুব আলমকে হবিগঞ্জ সদর থেকে গাজীপুরের কালিয়াকৈর। মো. লুৎফর রহমান খানকে হবিগঞ্জের চারা ভাঙ্গা থেকে চট্টগ্রামের মিরেশ্বরাই; আনোয়ারুল হাসানকে বগুড়ার সোনাতলা থেকে ময়মনসিংহের ধোবাউড়া; বাদল কৃষ্ণ বিশ্বাসকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে দিনাজপুর পার্বতীপুর। মশিউর রহমানকে বরিশালের রহমতপুর থেকে যশোরের ঝিকরগাছা; মো. ফারুক হোসেনকে টাঙ্গাইলের মধুপুর থেকে ময়মনসিংহের ত্রিশাল এবং বুলবুল আহমেদকে জয়পুরহাটের আক্কেলপুর থেকে ফরিদপুরের আলফাডাঙ্গায় বদলি করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন