বিনোদন ডেস্ক: প্রকাশিত হয়েছে সখীরে সখীরে খ্যাত কণ্ঠশিল্পী তানভীর শাহীনের অডিও অ্যালবাম ‘গানের ফেরিওয়াল’। সম্প্রতি অ্যালবামটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট সঙ্গীতব্যক্তিত্ব লাকী আখান্দ, তপন চৌধুরী, মাকসুদুল হক, ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, দিলরুবা খান, জানে আলম, লাবু রহমান, ফিডব্যাক ব্যান্ডের ভোকালিস্ট রুমেল, সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন, ক্রীড়া সংগঠক এম.এ. আউয়াল চৌধুরী ভুলুসহ আরও অনেকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যাক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরেফের রহমান। অনুষ্ঠানের শুরুতেই অ্যালবামের ‘নীল নীল শাড়ী পরে’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও প্রদর্শিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আর জে রাজ। দেশের কয়েকজন কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকারের জনপ্রিয় কয়েকটি এবং একটি নতুন মৌলিক গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। অ্যালবামটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী তানভীর শাহীন বলেন, এই স্মরণীয় গানগুলো নতুন করে সুর-তাল সবকিছু ঠিক রেখে আমি গাইতে চেষ্টা করেছি। জানিনা কতটুকু সফলভাবে গাইতে পেরেছি। আশা করি এই জনপ্রিয় গানগুলো শ্রোতাদের হৃদয়কে ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন