বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মহানগর

সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী প্রাক-নিবন্ধন শুরু আজ ৯৫ শতাংশ বেসরকারি হজযাত্রী উপেক্ষিত : হাবকে দাওয়াত দেয়া হয়নি

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বেসরকারী ৯৫ শতাংশ হজযাত্রীকে বাদ রেখেই তড়িঘড়ি করে আজ রোববার সরকারী ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম (২০১৭) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করবেন। প্রাক-নিবন্ধন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ১৪শ’ হজ এজেন্সি’র সংগঠন হাবের নেতৃবৃন্দকেও আমন্ত্রণ জানানো হয়নি। এতে ধর্মমন্ত্রী ও হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহারসহ হাব নেতৃবৃন্দ হতবাক হয়েছেন। বিষয়টি ধর্মমন্ত্রীর নজরে এলে গতকাল শনিবার সন্ধ্যায় মন্ত্রী হাব সভাপতি ইব্রাহিম বাহারকে ডেকে মৌখিকভাবে আজ বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রাক-নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন। এতে বেসরকারী হজ এজেন্সিগুলোর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিগগিরই মন্ত্রিসভায় হজ প্যাকেজ অনুমোদন হবার কথা। আগামী ১ ফেব্রæয়ারী জেদ্দায় সউদী-বাংলাদেশ দ্বি-পাক্ষিক হজ চুক্তির পর বেসরকারী ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রাক-নিবন্ধন শুরু করা হবে। গতকাল বিকেলে বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ এডভোকেট আব্দুল্লাহ আল নাসেরের নেতৃত্বে হাবের সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন আহমেদের স্বাক্ষরিত ৮ জন হজ এজেন্সির মালিক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের বাসায় গিয়ে সরকারী ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম আজ এককভাবে শুরু না করে দ্বি-পাক্ষিক হজ চুক্তি ও হজ প্যাকেজ পাশ হবার পরে বেসরকারী ও সরকারী ব্যবস্থাপনার সকল হজযাত্রীদের একসাথে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরুর অনুরোধ জানিয়েছেন। হাব সভাপতি ইব্রাহিম বাহার বলেন, হাবকে না জানিয়ে এবং বেসরকারী হজযাত্রীদের বাদ রেখে কিভাবে প্রাক-নিবন্ধন কার্যক্রম ধর্ম সচিব একতরফাভাবে শুরু করতে যাচ্ছেন তা’ বোধগম্য নয়। তিনি বলেন, হজ প্যাকেজ কত তা’ কাউকে বলতে পারছি না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন