বিনোদন ডেস্ক : দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি রেডিও স্টেশন কালারস এফএম ১০১.৬ পার করলো সাফল্যমÐিত তৃতীয় বছর। কালারস এফএম-এর অফিসে বর্ণিল উদযাপনে কালারস এফএম পরিবারে সঙ্গী হয়েছিলেন স্টেশনটির সাথে জড়িত অসংখ্য ভক্ত, শ্রোতা এবং শুভাকাক্সক্ষীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারস এফএমের ম্যানেজিং ডিরেক্টর রাকিব মোহাম্মদ ফকরুল। কালারস এফএমের সদস্য ও অতিথিবৃন্দের সাথে কেক কেটে তিনি উদযাপনে অংশ নেন। তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে কাকরাইলে অবস্থিত কালারস এফএমের অফিসে সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সারা দিনজুড়েই স্টেশনে ছিল শ্রোতা, বন্ধু এবং শুভাকাক্সক্ষীদের আনাগোনা। এসেছিলেন টিভি ব্যক্তিত্ব আবদুন নূর তুষার, বিউটিশিয়ান আফরোজা পারভীন, ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, শাহেদ ও ব্যান্ড ওয়ারসাইট, ঘুড্ডি, আর সালসাবিলের সদস্যরা। এছাড়াও বিভিন্ন গণমাধ্যম থেকে পাওয়া শুভেচ্ছাবার্তা কালারসকে করেছে উৎসাহিত। কালারস এফএমের হেড অফ অপারেশন তাসনুভা আহমেদ বলেন-নারীর জয় যাত্রাকে এগিয়ে নিতেই কালারস এফএমের পথ চলা এবং তিনি বিশ্বাস করেন কালারস এফএম ১০১.৬ আজকের নারীর সমঅধিকারের মঞ্চ যেখানে মুক্ত আলোচনার কথা বলা হয়, সমঅধিকার ও নারীর অগ্রযাত্রাকে প্রাধান্য দেয়া হয়। টিউন বাংলাদেশ লিমিটেডের রেডিও স্টেশন কালারস এফএম ১০১.৬ যাত্রা শুরু করে ২০১৪ সালের ১০ জানুয়ারি নারীদের অধিকার নিয়ে সফলভাবে কাজ করার স্বীকৃতি হিসেবে ২০১৬-তে তারা অর্জন করে ‘এফএম রেডিও স্টেশন অফ দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ডটি প্রদান করে “ওয়ার্ল্ড মার্কেটিং কংগ্রেস, সিএমও এশিয়া”।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন