শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শেষ হলো আহায়েট ৭ম জাতীয় জুনিয়র বিতর্ক প্রতিযোগিতা-২০১৬

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ‘যুক্তির শানে ভাঙবো শৃঙ্খল, হবো মুক্ত প্রাণ’ এ সেøাগানকে প্রতিপাদ্য করে শুরু হওয়া আহায়েট সপ্তম জাতীয় জুনিয়র বিতর্ক প্রতিযোগিতার চ‚ড়ান্ত ও ফাইনাল পর্ব শেষ হলো গত শনিবার। উত্তরার দিয়াবাড়িতে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল এবং রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। ঢাকার মোহাম্মদপুরে গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম পর্বের ৩২টি দল থেকে দ্বিতীয় পর্ব, কোয়ার্টার ফাইনাল ও ফাইনাল প্রতিযোগিতার মাধ্যমে এ প্রতিযোগিতা শেষ হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আহায়েট মাল্টিমিডিয়া পোডাকশন লিমিটেডের পরিচালক নিজাম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন আহায়েট মাল্টিমিডিয়া প্রোডাকশন লিমিটেডের হেড অব ব্রডকাস্ট গোলাম ইমরুল কায়সার নিপন। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মাজহারুল কবির শয়ন, ডিবেট ভিউ সোসাইটির পরিচালক রবিউল আউয়াল, মডারেটর আবু কাউছার ইমন, ডিবেট ভিউ সোসাইটির পরিচালক মোমিনুল হক, ডিবেট ভিউ সোসাইটির সভাপতি আবদুল কাইয়ুম, সেক্রেটারি সারোয়ার হোসেন প্রমুখ। এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে যথাক্রমে ১০ হাজার টাকা ও সাত হাজার ৫০০ টাকা নগদ অর্থ পুরস্কার ছাড়াও দলগত ট্রফি ও ব্যক্তিগত ক্রেস্ট প্রদান করা হয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন