শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ডিজে মেহেদীর কম্পোজিশনে শুভর গান

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ডি রকস্টার শুভ এখন থাকেন অস্ট্রেলিয়ায়। আর তার গাওয়া একটি গানের ভিডিও সেখানে চিত্রায়িত হয়েছে। গানটির শিরোনাম ‘হার কালা’। রবিউল ইসলাম জীবনের লেখা এ গানটির সুর করেছেন মীর মাসুম এবং সঙ্গীতায়োজন করেছেন ডিজে মেহেদী। ডি রকস্টার শুভ বলেন, ডিজে মেহেদীর কম্পোজিশনে প্রথমবার গাইলাম। তিনি চমৎকারভাবে গানটি উপস্থাপন করেছেন। আইসিসি টি টুয়েন্টি, বিপিএল, ওয়াটার কিংডমসহ বিদেশী সব ক্লাবে নিয়মিত ডিজে প্লে করেন মেহেদী। আশা করছি, তার কম্পোজিশনে করা আমার নতুন এ গানটি শ্রোতারা পছন্দ করবেন। ডিজে মেহেদী বলেন, ইলেকট্রনিক মিউজিক ঘরনার এ গানটি খুব শিগগিরই দর্শক-শ্রোতারা ইউটিউবে উপভোগ করতে পারবেন। গানটি ডিজেমেহিদীবিডি.কম- সার্চ দিলেও সেখানে গানটি পাবেন শ্রোতারা। গানটির ভিডিও পরিচালনা করেছেন ডিজে রাহাত। উল্লেখ্য, ডিজে মেহেদী ২০০৯ সাল থেকে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক মানের শোতে অংশ নিয়ে জনপ্রিয়তা পান। এবারই প্রথম একটি গান তিনি শ্রোতা ও দর্শকের সামনে আনছেন। ডিজে পেশার বাইরে তিনি এফডিল নামে একটি প্রতিষ্ঠানে পাবলিক রিলেশন ম্যানেজার পদে কর্মরত রয়েছেন। অন্যদিকে, ডি রকস্টার শুভ ২০০৮ সালের সাউথ এশিয়ান সুপারস্টার বিজয়ী হন। এরইমধ্যে শ্রোতাদের বেশকিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন