শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

টক অব দ্য কান্ট্রি নারায়ণগঞ্জ

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ‘নারায়ণগঞ্জ’ নাম এখন সবার মুখে মুখে। টক অব দ্য কান্ট্রি সন্ত্রাসের জনপদ খ্যাত নারায়ণগঞ্জ এখন কার্যত ‘দৃষ্টান্ত’ হয়ে গেছে। কথাবার্তা, আলাপ-আলোচনা সবকিছুতেই এখন দৃষ্টান্ত হিসেবে নারায়ণগঞ্জের নাম বলা হচ্ছে। মূলত দু’টি ঘটনায় এক সময়ের প্রাচ্যের ডান্ডি খ্যাত ‘নারায়ণগঞ্জ’ দৃষ্টান্ত হলো। প্রথমত, সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ নির্বিঘেœ ভোট দিতে পারা। দ্বিতীয়ত, সেভেন মার্ডার মামলার ৩৮ কার্যদিবসে রায় ঘোষণা। এ রায়ে ২৬ জন আসামীর মৃত্যুদন্ডের আদেশ এবং ৯ জন আসামীর বিভিন্ন মেয়াদে কারাদ-। আদালতের রায়ে প্রায় সকলেই খুশি।
টিভির টকশো’তো বটে সর্বত্রই এখন মানুষের মুখে মুখে নারায়ণগঞ্জ নাম। সিটি কর্পোরেশন ভোটে ক্ষমতাসীনদের প্রভাবমুক্ত থাকায় ‘নিরপেক্ষ নির্বাচন’ হয়েছে। এতে ওই এলাকার মানুষ ভোটের অধিকার ফিরে পেয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। কারণ, ২০১৪ সালের ৫ জানুয়ারি বিতর্কিত নির্বাচনের পর দেশের মানুষ কার্যত ভোটের অধিকার হারিয়ে ফেলে। বিনা ভোটে এবং প্রশাসনকে ব্যবহার করে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া কয়েক বছর ধরে দেশে ‘নির্বাচনী সংস্কৃতিতে’ পরিণত হয়েছে। দেশ-বিদেশের পেশাজীবী, বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এমনকি সাধারণ মানুষ যারা গণতন্ত্র, আইনের শাসন ও ভোটের অধিকারের দাবিতে সোচ্চার নির্বাচনের প্রসঙ্গ উঠলেই তারা ‘নারায়ণগঞ্জের নির্বাচন’কে ভোটের অধিকারের দৃষ্টান্ত ধরে ভোটের প্রত্যাশা করছেন। সবার এক বক্তব্য আগামী জাতীয় নির্বাচন নারায়ণগঞ্জ মডেলে হতে হবে। আর ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনকে গণতন্ত্রের জন্য কলঙ্কিত হিসেবে অভিহিত করছেন।  দ্বিতীয় দৃষ্টান্ত ১৬ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ ঘোষিত সেভেন মার্ডার রায়। রায়ে নারায়ণগঞ্জের বিচারিক আদালত ৩৫ আসামীর ২৬ জনকে মৃত্যুদ- এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদের কারাদন্ডে দন্ডিত করে। এই রায়কে দেশের আইন বিশেষজ্ঞরা ‘দৃষ্টান্তমূলক’ বলে অভিহিত করেছেন। নিত্যদিন মানুষ খুনের ঘটনায় যে নারায়ণগঞ্জ খবরের শিরোনাম হতো; সন্ত্রাস, চাঁদাবাজী, বালু উত্তোলন, নদী দখলের কারণে নেতিবাচক খবর হতো নারায়ণগঞ্জ। সেই নারায়ণগঞ্জে দু’টি ঘটনা প্রাসঙ্গিকভাবে পজেটিভ ভাবে আলোচিত হচ্ছে। টিভির টকশোতে ‘ভোট এবং আইনের শাসন’ প্রসঙ্গে আলোচনা হলেই আলোচকবৃন্দ নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচনের প্রসঙ্গ তুলছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যেকার সৌহার্দ্যপূর্ণ আচরণ তুলে ধরছেন। পত্র-পত্রিকার রিপোর্ট, সম্পাদকীয়, উপসম্পাদকীয়, প্রবন্ধ, নিবন্ধ সবগুলোতে নারায়ণগঞ্জের এই ইতিবাচক প্রসঙ্গ উঠছেই। কোথাও জনগণের ভোটের অধিকার প্রসঙ্গ উঠলেই ‘৫ জানুয়ারী’কে যেমন ধিক্কার দেয়া হয়; তেমনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে ‘ভাল নির্বাচনের’ উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। আবার আইনের শাসন প্রসঙ্গ উঠলে যেমন নিম্ন আদালতকে সরকারের আজ্ঞাবহ হিসেবে চিহ্নিত করা হয়; তেমনি ন্যায় বিচার হিসেবে সদ্য ঘোষিত নারায়ণগঞ্জের ‘সেভেন মার্ডার রায়’ পজেটিভ অর্থে তুলে ধরা হচ্ছে। বলা যায়, দু’টি ঘটনার কারণে রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জ এখন ‘ভাল কাজের উদাহরণ’ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন