রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শুরু হচ্ছে বাংলাদেশ-ত্রিপুরা সাংস্কৃতিক উৎসব

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ভারতের ত্রিপুরার জনগণের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন আরও দৃঢ় করার নিমিত্তে এ বছর ঢাকায় বাংলাদেশ-ত্রিপুরা সাংস্কৃতিক উৎসব আয়োজনের জন্য প্রথম একটি জাতীয় পর্ষদ গঠন করা হয়েছে। দু’দেশের আয়োজকদের আলোচনা অনুযায়ী এ বছর ঢাকায় এবং পরবর্তী বছর ত্রিপুরায়, এ আয়োজন ভবিষ্যতেও চলতে থাকবে দু’দেশের বন্ধুত্বকে এগিয়ে নেয়ার জন্য। উল্লেখ্য এটা দু’দেশের একটি বন্ধুত্বপূর্ণ সাংস্কৃতিক বিনিময়। বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ১৯, ২০ ও ২১ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠানটি আয়োজনের সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এই আয়োজনে গান, কবিতাপাঠ, আবৃত্তি, নাচ, চিত্রকলা প্রদর্শনী ও সেমিনার অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৯ জানুয়ারি বিকেল ৪:৩০মি. বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গৌতম দাসের নেতৃত্বে ত্রিপুরা সরকারের সাংস্কৃতিক মন্ত্রী ভানু লাল সাহা ও ৬০ সদস্যের একটি সাংস্কৃতিক-নাগরিক প্রতিনিধিদল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গতকাল সন্ধ্যায় ঢাকা এসে পৌঁছেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন