স্পোর্টস ডেস্ক : ‘ইশ! এউইন মরগান যদি শেষ ওভার পর্যন্ত থাকতেন!’ হয়ত ইংল্যান্ড দলকে এমন আক্ষেপে পুড়তে হবে বহুদিন। যতক্ষণ ক্রিজে ছিলেন ইংল্যান্ড অধিনায়ক, অবিশ্বাস্য জয়ের সম্ভাবনাও ভালোই ছিল। দুর্দান্ত সেঞ্চুরি করেছেন মাত্র ৮১ বলে। কিন্তু ৪৯তম ওভারের তৃতীয় বলে দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে হলেন রানআউট। ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা সেখানেই শেষ! মরগানের লড়াইটা ম্লান হয়ে গেল যুবরাজ সিং ও মহেন্দ্র সিং ধোনির দুর্দান্ত দুটি সেঞ্চুরির কাছে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের ৩৮১ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড থেমে গেল ৩৬৬ রানে। ১৫ রানে ম্যাচ জিতল ভারত। প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজটাও জিতে গেল বিরাট কোহলির দল।
এর আগে ভারতের ইনিংসে ‘হাইলাইটস’ বলতে যুবরাজ ও ধোনির দুটি দুর্দান্ত ইনিংস। যুবরাজ ১২৭ বলে করেছেন ১৫০ রান। ইংলিশদের বিপক্ষে যেটি ওয়ানডেতে ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। আর এই সিরিজের আগে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া ধোনি ব্যাটিং করেছেন ‘পুরোনো ধোনি’র মতো। ১০ চার, এক ছক্কায় ১৩৪ রান করেছেন মাত্র ১২০ বলে। যুবরাজ আলাদা করে নজর কেড়েছেন। ২০ মার্চ ২০১১ থেকে ১৯ জানুয়ারি ২০১৭- প্রায় অর্ধযুগ পর ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেলেন, সেটিই ক্যারিয়ার সেরা। ধোনির সেঞ্চুরিও অপেক্ষাও কম নয়। সাড়ে তিন বছর পর পেলেন তিন অঙ্কের দেখা। পঞ্চম ওভারেই ২৫ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পর চতুর্থ উইকেটে দুজন গড়েছেন ২৫৬ রানের জুটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন