বিনোদন ডেস্ক: সঙ্গীতশিল্পী ও রেনেসাঁ ব্যান্ডের অন্যতম সদস্য নকিব খান উপস্থাপনা, নতুন অ্যালবাম ও সংগীত পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে রেনেসাঁর পঞ্চম সংকলন প্রকাশের উদ্যোগ নিয়েও কাজ শুরু করতে পারিনি। অবশ্য ইতোমধ্যে বেশকিছু নতুন গান তৈরি করেছি। তিনি বলেন, আসলে আমাদের রেনেসাঁর ব্যান্ডের কোনো সদস্যই পেশাদার শিল্পী বা মিউজিশিয়ান নন। আমাদের প্রত্যেক সদস্যই গানের পাশাপাশি অন্য পেশার সঙ্গে জড়িত। এজন্য ইচ্ছে থাকা সত্তে¡ও আমরা যখন-তখন নতুন গান তৈরি করার সুযোগ পাই না। তবে অবসর পেলেই গান লেখা ও সুর তৈরির প্রয়াস চালাই। এদিকে নকিব খান বৈশাখী টিভিতে দীর্ঘ দুই বছর ধরে টিউনস অব দ্য ওয়ার্ল্ড শীর্ষক সংগীতানুষ্ঠানটি উপস্থাপনা করছেন। এছাড়া শাকিলা শর্মার (শাকিলা জাফর) অপ্রকাশিত অ্যালবামের সবগুলো গানের ক¤েপাজিশন করেছেন। তবে নাম চ‚ড়ান্ত না হওয়া ১০ গানের এই অ্যালবামটি চলতি বছর প্রকাশের সম্ভাবনা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন