শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

যুবকের রহস্যজনক মৃত্যু

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ পৌরসভাধীন ভুটিয়ারগাতি গ্রামে সুজন হোসেন (১৯) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তাকে হত্যা করা হয়েছে নাকি স্বভাবিক মৃত্যু হয়েছে এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সুজন ভুটিয়ারগাতি গ্রামের হাসমত আলীর ছেলে। এ ঘটনার পর থেকে সুজনের চাচা হোকমত আলী ও তার ছেলে ইমরান পলাতক রয়েছে। জানা যায়, গত শনিবার রাতে খবার খেয়ে ঘুমিয়ে পড়ে সুজন। সকালে বিছানায় তার মৃত দেহ পাওয়া যায়। লাশ দাফনের মুহূর্তে খবর পেয়ে পুলিশ রোববার দুপুরে সুজনের মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তিনি আরো জানান, সুজনের চাচাতো ভাইদের সাথে তাদের পারিবারিক বিরোধ ছিল। ৭ মাস আছে সুজনকে কুপিয়ে তারা আহত করে। তবে মৃত্যুর পর সুরহাল রিপোর্টে সুজনের শরীরে কোন আঘাতের চিহ্ন পায়নি পুলিশ। বিষয়টি নিয়ে লাশের ময়না তদন্তকারী চিকিৎসক ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ স্বপন কুমার কুন্ডু জানান, ভিসেরা রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নির্ণয় করা সম্ভব নয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন