রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ব্রোঞ্জ জিতলেন মিলন ও সুস্মিতা

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : তিন স্বর্ণপদক জয়ের লক্ষ্যে আইএসএসএফ আন্তর্জাতিক সলিডারিটি আরচ্যারি চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করলেও এখন পর্যন্ত দুই রৌপ্য ও সমান সংখ্যক ব্রোঞ্জপদক নিশ্চিত হয়েছে স্বাগতিক বাংলাদেশের। প্রতিযোগিতার দ্বিতীয় দিন দু’টি ব্রোঞ্জপদক জয় করেছেন লাল-সবুজের তীরন্দাজ মিলন মোল্লা ও সুস্মিতা বণিক। অন্যদিকে মহিলাদের কম্পাউন্ড ও রিকার্ভ এককের ফাইনালে উঠেছেন যথাক্রমে বন্যা আক্তার ও হীরামনি। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত কম্পাউন্ড ইভেন্টের পুরুষ এককে মিলন মোল্লা ১৪১-১২৯ পয়েন্টে হারান ইরাকের ওয়ালিদকে। এই ইভেন্টের মহিলা এককে স্বাগতিকদের সুস্মিতা বণিক স্বদেশী বিপাশাকে ১৩৫-১৩৪ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জপদক নিশ্চিত করেন। মেয়েদের কম্পাউন্ড ইভেন্টে বাংলাদেশের বন্যা আক্তার স্বর্ণপদকের জন্য লড়বেন ইরাকের ফাতিমাহর বিপক্ষে। তবে আগেরদিন রিকার্ভ ইভেন্টে পুরুষ এককের শীর্ষে থাকা স্বাগতিক তীরন্দাজ রোমান সানা কাল হতাশ করেছেন। ব্রোঞ্জপদকের লড়াইয়ে তিনি ৪-৬ সেট পয়েন্টে হেরে যান ভুটানের লামের কাছে। রিকার্ভ মহিলা এককে স্বর্ণ জয়ের জন্য বাংলাদেশের হীরামনি প্রতিদ্ব›িদ্বতা করবেন আজারবাইজানের রামোজামোভার সঙ্গে। তবে ব্রোঞ্জপদকের লড়াইয়ে বাংলাদেশের রাদিয়া আক্তার শাপলা ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে হারেন আজারবাইজানের গাসিমোভার কাছে। আজ দুই বিভাগের দলগত ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন