ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মানসিক ভারসাম্যহীন হিসেবে আখ্যা দিয়েছেন মনোবিজ্ঞানীরা। দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ১১ দিন না যেতেই অনেকে সিদ্ধান্তে এসেছেন, ট্রাম্প সেই দায়িত্ব পালনে মোটেও যোগ্য নন। এর আগে হিলারি ক্লিনটন বলেছিলেন, অবশ্যই তিনি (ট্রাম্প) আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, কিন্তু তিনি মানসিকভাবে মারাত্মক ভারসাম্যহীন। হিলারির এই কথায় এবার অনেকেই ঐকমত্যে এসেছেন। সেই সঙ্গে মনোবিজ্ঞানীরাও একই প্রশ্ন তুলেছেন। দি আমেরিকান সাইকিয়াট্রি অ্যাসোসিয়েশন আত্মরতির নয়টি লক্ষণের উল্লেখ করেছেন। এই লক্ষণগুলোর পাঁচটি কারো মধ্যে থাকলে তাকে মানসিক ভারসাম্যহীন হিসেবে উল্লেখ করা যেতে পারে। যার শেষ পাঁচটি লক্ষণ পাওয়া গেছে ট্রাম্পের মধ্যে। মনোবিজ্ঞানী জন ড. গার্তনার বলেছেন, মারাত্মকভাবে মানসিক রোগী এবং প্রেসিডেন্ট হিসেবে মানসিকভাবে তিনি অযোগ্য। ওয়েবসাইট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন