‘দ্য সাইডার হাউস রুলস’ চলচ্চিত্রটির জন্য খ্যাত লাসে হালস্ত্রম পরিচালিত ফ্যামিলি কমেডি ‘আ ডগ’স পারপাস’। ‘দ্য হান্ড্রেড-ফুট জার্নি’ (২০১৪), ‘দ্য হিপনোটিস্ট’ (২০১৪), ‘সেইফ হেভেন’ (২০১৩), ‘স্যামন ফিশিং ইন দ্য ইয়েমেন’ (২০১২), ডিয়ার জন’ (২০১০), ‘দ্য হোক্স’ (২০০৭), ‘ক্যাসানোভা’ (২০০৫), ‘অ্যান আনফিনিশ্ড লাইফ’ (২০০৫), ‘দ্য শাইনিং নিউজ’ (২০০১), ‘দ্য শিপিং নিউজ’ (২০০১), ‘শকোলাত’ (২০০০), ‘মাই লাইফ অ্যাজ এ ডগ’ (১৯৮৫) হালস্ত্রম পরিচালিত চলচ্চিত্র। ডবিøউ. ব্রুস ক্যামেরনের লেখা ২০১০ সালে প্রকাশিত একই নামের বেস্টসেলিং উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
বিংশ শতাব্দীর ষাটের দশক থেকে একবিংশ শতাব্দীর প্রথম দশক পর্যন্ত বিস্তৃত এই কাহিনী। বলাই বাহুল্য এটি টোবি, বেইলি আর বাডিসহ (ভয়েস : জশ গ্যাড) বেশ কয়েকটি নামের একটি কুকুরের গল্প। যে পাঁচ জীবনে আবিষ্কার করার চেষ্টা করে তার জীবনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কী। পাঁচ পুনর্জন্মে সে বেশ কয়েকজন মনিবের সঙ্গ লাভ করে। সে প্রথমত তার মনিবদের কাছ থেকে ভালবাসা শেখে আর এ সম্পর্কে বেশ কিছু ধারণা লাভ করে। এতো কিছু জানার পরও তার বেশ কিছু কৌত‚হল রয়েই যায়। তার মধ্যে একটি হল- ‘আবর্জনার খাবার এতো সুস্বাদু কেন?’ অন্যটি হল- ‘জীবনের অর্থই বা কী?’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন