বিনোদন ডেস্ক: বিয়ে হলো কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা ও মডেল অর্ণব অন্তুর। গত ১ ফেব্রæয়ারি তাদের বিয়ে স¤পন্ন হয়েছে। রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনে বিয়ে হয় তাদের। এসময় দুই পরিবারের সদস্যদের উপস্থিতি ছাড়াও বিনোদন অঙ্গনের অনেক তারকাই তাদের শুভকামনা জানাতে আসেন। উপস্থিত ছিলেন তানভীর খান, জেনি, কবির বকুল, মুন্নি, শফিক তুহিন, কণা, সাব্বির, কিশোর, ইমরান, শবনম ফারিয়া, স্পর্শিয়া, সায়েমসহ অনেকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন