ইয়োকো ওনো বিটলস তারকা জন লেননের সঙ্গে তার প্রেম নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজনা করার প্রস্তুতি নিচ্ছেন।
গীতিকার, পেইন্টার এবং গায়িকা ওনো লেনন ও তার প্রেম নিয়ে চলচ্চিত্রটি নির্মাণের জন্য প্রযোজক মাইকেল ডি লুকার সঙ্গে হাত মিলিয়েছেন। ‘দ্য থিওরি অফ এভরিথিং’ ফিল্মের চিত্রনাট্যকার অ্যান্থনি ম্যাকার্টেন এবং জশ ব্র্যাটম্যান এই উদ্যোগের সঙ্গে জড়িত আছেন।
লুকা বলেছেন, “কাহিনীটি প্রেম, সাহসিকতা আর যুক্তরাষ্ট্রে আন্দোলন নিয়ে নির্মিত হবে। চলচ্চিত্রটির নির্মাণের উদ্দেশ্য হলো বর্তমান প্রজন্মের তরুণদের ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং আজকের পৃথিবীকে চেনার অনুপ্রেরণা দেয়া।”
তিনি আরও বলেন, “আমি ইয়োকো ওনোর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। অ্যান্থনি ম্যাকার্টেন এবং জশ ব্র্যাটম্যান এই অসাধারণ দুই বৈশ্বিক তারকাকে নিয়ে চিত্রনাট্য লিখবেন।”
গত শতাব্দীর ৬০ দশকের শেষ দিনে ওনোর প্রেমে পড়ে লেনন। সেসময় লেনন বিটলসের অন্যতম গায়ক হিসেবে বিশ্বব্যাপী তারকা আর ওনো সঙ্গীতে যাত্রা শুরু করেছেন। ইয়োকো ওনোকে বিটলস ব্যান্ড ভাঙার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে গণ্য করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন