বিনোদন ডেস্ক : বছরের বেশিরভাগ সময় কলকাতায় কাটান অভিনেত্রী জয়া আহসান। সেখানেই চলচ্চিত্রে থিত হতে চেষ্টা করছেন। দুয়েকটি সিনেমাও করেছেন। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। মাহমুদ দিদারের পরিচালনাধীন বিউটি সার্কাস নামে একটি সিনেমার শুটিংয়ে অংশগ্রহণ করছেন তিনি। মূলত এ সিনেমার শুটিংয়ের জন্যই দেশে ফিরেছেন। ইতোমধ্যে সিনেমাটির শুটিংয়ে অংশগ্রহণ করতে নওগাঁ গিয়েছেন। সেখানে সিনেমাটির বেশ কিছু দৃশ্যের শুটিং হবে। জয়ার বিপরীতে অভিনয় করবেন ফেরদৌস। জয়া আহসান বলেন, বিউটি সার্কাসের মূল চরিত্রে অভিনয় করছি। এই সার্কাসে আমি এমনসব খেলা দেখাব যা দেখে দর্শক অভিভ‚ত হবেন। বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র। আশা করছি একটি ভালো সিনেমা হবে। উল্লেখ্য, এ সিনেমায় অন্যানথ্য চরিত্রে অভিনয় করবেন গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, হুমায়ূন সাধু প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন